‘ইসলাম ও রাষ্ট্র: একটি প্রতিতত্ত্ব’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত

সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের (সিএসসিএস) উদ্যোগে আজ ৬ জানুয়ারি ২০২০ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ১০২ নং কক্ষে দুপুর পৌনে ২টায় ‘ইসলাম ও রাষ্ট্র: একটি প্রতিতত্ত্ব’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট পাকিস্তানী ইসলামী চিন্তাবিদ জাভেদ আহমেদ গামেদীর রাজনীতি ও রাষ্ট্র বিষয়ক চিন্তা-ভাবনার একটি সারসংক্ষেপ ইংরেজিতে রয়েছে, যার শিরোনাম ‘Islam and the State: A Counter Narrative’। ‘ইসলাম ও রাষ্ট্র: একটি প্রতিতত্ত্ব’ শিরোনামে এটি বাংলায় অনুবাদ করে ফেসবুকে প্রকাশ করেছেন চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুনির উদ্দিন।

মুক্ত আলোচনার শুরুতে নিবন্ধটির সারসংক্ষেপ উপস্থাপন এবং নিজের মতামত তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ও সিএসএস-এর পরিচালক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।

এছাড়া আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল মান্নান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক জনাব ইব্রাহিম হোসেন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শিরিন আক্তার, সিএসসিএসের নির্বাহী পরিচালক জনাব মাসউদুল আলম, সৌরভ আব্দুল্লাহ, ফাইয়াজ শাহেদ, ওয়ায়েজ কুরুনী প্রমুখ।

নিবন্ধটির অনুবাদক মাওলানা মুনির উদ্দিন বিভিন্নজনের প্রশ্নের জবাব দেন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

মূল প্রবন্ধ: Islam and the State: A Counter Narrative

বাংলা অনুবাদ: ইসলাম ও রাষ্ট্র: একটি প্রতিতত্ত্ব

সেমিনারের ভিডিও: গামেদীর ইসলাম ও রাষ্ট্রধারণার পর্যালোচনা | প্রশ্নোত্তর পর্ব-১ | প্রশ্নোত্তর পর্ব-২ | প্রশ্নোত্তর পর্ব-৩ | প্রশ্নোত্তর পর্ব-৪ | প্রশ্নোত্তর (সব পর্ব একসাথে)

সেমিনারের ছবি:

This slideshow requires JavaScript.

সিএসসিএস ডেস্ক
সিএসসিএস ডেস্কhttps://cscsbd.com
সিএসসিএস একটি গবেষণাধর্মী অধ্যয়ন কেন্দ্র। এর লক্ষ্য হলো মুক্ত জ্ঞান চর্চার আন্দোলন পরিচালনার মাধ্যমে চিরায়ত সামাজিক মূল্যবোধসমূহের লালন ও বিকাশ সাধনে সহায়তা প্রদান। বিস্তারিত দেখুন

সাম্প্রতিক

এ ধরনের আরো নিবন্ধ