জন্ম চাঁদপুরে, আর বেড়ে ওঠা টঙ্গীতে। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস। নারীদের, বিশেষত মুসলিম নারীদের পুষ্টিকর ও সুস্থ জীবনযাপন এবং এ ব্যাপারে সচেতনতা তৈরি লক্ষ্যে বেশ কিছু গবেষণাধর্মী কাজ করেছি। নারীদের শরীরচর্চা, খাদ্যাভ্যাস ও ত্বকের পরিচর্যা বিষয়ক কিছু লেখা এর মধ্যে উল্লেখযোগ্য।
ইসলামী অনুশাসন, বিজ্ঞান ও নৈতিক মূল্যবোধকে সমন্বয় করে পথচলা আমার উদ্দেশ্য। প্রিয় বিষয় হিউম্যান ফিজিওলজি। কাজ করতে চাই একটি সুষ্ঠু ও সুস্থ সমাজ গড়ার স্বপ্ন নিয়ে। সেই ধারাবাহিকতায় বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিউট্রিশন এ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স করছি৷ একইসাথে জড়িত আছি স্কুল ফর লাইফ, বুদ্ধির মুক্তিসহ বেশ কিছু সামাজিক আন্দোলনের সাথে।