ময়ুখ চৌধুরী
কবি ময়ুখ চৌধুরী আশির দশক থেকে সাহিত্যকর্মে নিজস্ব কাব্যস্বরের জন্য সুপরিচিত। প্রকাশিত কাব্যগ্রন্থ ১০টি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে চার দশক অধ্যাপনার পর বর্তমানে অবসরে আছেন।
আমাদের সকল কার্যক্রমের আপডেট চলে যাবে আপনার ইমেইলে!
সিএসসিএস একটি অলাভজনক ও অরাজনৈতিক গবেষণাধর্মী অধ্যয়ন কেন্দ্র। মুক্ত জ্ঞান চর্চার আন্দোলন পরিচালনার মাধ্যমে চিরায়ত সামাজিক মূল্যবোধসমূহের লালন ও বিকাশ সাধনে সহায়তা প্রদান এর লক্ষ্য। আমাদের জনগোষ্ঠীর মূল সমস্যা হলো জ্ঞানের, উপলব্ধির ও দৃষ্টিভঙ্গির। অফুরন্ত সম্ভাবনাময় এ জীবন ও জগতকে গড়ে তোলার জন্য মননের এই জায়গায় কাজ করাকে আমরা জরুরি মনে করি।