Author: দেওয়ান মোহাম্মদ আজরফ

তিনি (১৯০৮-১৯৯৯) ছিলেন একাধারে শিক্ষাবিদ, দার্শনিক, লেখক ও জাতীয় অধ্যাপক। ভাষা আন্দোলনের বিশিষ্ট সৈনিক ও তমদ্দুন মজলিসের সভাপতি হিসেবেও সমধিক পরিচিত। সাহিত্য, দর্শন, সমাজ, সংস্কৃতি বিষয়ে অধ্যাপক আজরফের প্রায় ৬০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং প্রায় ৪০টিরও বেশি গ্রন্থ অপ্রকাশিত রয়েছে।

End of content

End of content