ইসলামের দৃষ্টিতে মার্ক্সবাদ ও অন্যান্য পাশ্চাত্য ভ্রান্ত মতবাদের পর্যালোচনা
মূল: আলী শরিয়তী || অনুবাদ: এন এইচ আব্দুল্লাহ
মার্ক্সবাদসহ প্রধান প্রধান পাশ্চাত্য মতবাদগুলোর একটি ইসলামী পর্যালোচনা করেছেন ইরান বিপ্লবের অন্যতম তাত্ত্বিক রূপকার ড. আলী শরিয়তী। তিনি এসব মতবাদের নানান অসঙ্গতি এবং ইসলামের সাথে এগুলোর বৈপরীত্য বিশ্লেষণ করেছেন। এসব মতবাদের বিপরীতে ইসলামের সুসামঞ্জস্যতাও তিনি দেখিয়েছেন। মূল বইটির দুটি ইংরেজি অনুবাদ রয়েছে। আমরা বার্কলে, ক্যালিফোর্নিয়ার মিজান প্রেস থেকে প্রকাশিত ও পারসিয়ান স্টাডিজের প্রখ্যাত অধ্যাপক হামিদ আলগার সম্পাদিত অনুবাদটি থেকে বাংলায় অনুবাদ করছি।