ইসলামের দৃষ্টিতে মার্ক্সবাদ ও অন্যান্য পাশ্চাত্য ভ্রান্ত মতবাদের পর্যালোচনা

মূল: আলী শরিয়তী || অনুবাদ: এন এইচ আব্দুল্লাহ

মার্ক্সবাদসহ প্রধান প্রধান পাশ্চাত্য মতবাদগুলোর একটি ইসলামী পর্যালোচনা করেছেন ইরান বিপ্লবের অন্যতম তাত্ত্বিক রূপকার ড. আলী শরিয়তী। তিনি এসব মতবাদের নানান অসঙ্গতি এবং ইসলামের সাথে এগুলোর বৈপরীত্য বিশ্লেষণ করেছেন। এসব মতবাদের বিপরীতে ইসলামের সুসামঞ্জস্যতাও তিনি দেখিয়েছেন। মূল বইটির দুটি ইংরেজি অনুবাদ রয়েছে। আমরা বার্কলে, ক্যালিফোর্নিয়ার মিজান প্রেস থেকে প্রকাশিত ও পারসিয়ান স্টাডিজের প্রখ্যাত অধ্যাপক হামিদ আলগার সম্পাদিত অনুবাদটি থেকে বাংলায় অনুবাদ করছি।

মানবতাবাদ প্রসঙ্গে (প্রথমাংশ)

এডিটর’স নোট: মার্ক্সবাদসহ প্রধান প্রধান পাশ্চাত্য মতবাদগুলোর একটি ইসলামী পর্যালোচনা করেছেন ইরান বিপ্লবের অন্যতম তাত্ত্বিক রূপকার ড. আলী শরিয়তী। তিনি এসব মতবাদের নানান অসঙ্গতি এবং ইসলামের সাথে এগুলোর বৈপরীত্য বিশ্লেষণ করেছেন। এসব মতবাদের বিপরীতে ইসলামের সুসামঞ্জস্যতাও তিনি দেখিয়েছেন। মূল...

মানবতাবাদ প্রসঙ্গে (শেষাংশ)

অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ইউরোপের র‍্যাডিক্যালিস্টরা ছিলো ‘নব্য মানবতাবাদের’ প্রবক্তা। ১৮০০ সালে প্রকাশিত এক মেনিফেস্টোতে তারা আহ্বান জানায়, “নৈতিকতার ভিত্তি হিসেবে ঈশ্বরের পরিবর্তে বিবেককে গ্রহণ করো।” তারা মনে করে– মানুষ এমন এক সত্তা, যার মাঝে সহজাতভাবেই একটি...

আধুনিক কালের সংকট

আধুনিক কালের যেসব সংকট মানবজাতিকে বিকৃতি ও ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, সেগুলোকে মোটাদাগে দুই ভাগে ভাগ করা যায়: ১) সামাজিক ব্যবস্থার সমস্যা ২) বুদ্ধিবৃত্তিক কাঠামোর সমস্যা পুঁজিবাদ ও কমিউনিজম নামক দৃশ্যত বিপরীতমুখী দুটি সামাজিক ব্যবস্থা আধুনিক মানুষকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে। কথাটাকে এভাবে...