কোরআন-সুন্নাহর আলোকে সঙ্গীত ও বাদ্যযন্ত্র
মূল: ইউসুফ আল-কারযাভী | অনুবাদ: শাইখুল আজম আবরারসঙ্গীত ও বাদ্যযন্ত্র নিয়ে ইসলামী মহলে প্রচুর বিতর্ক রয়েছে। বর্তমানকালের একজন শীর্ষস্থানীয় আলেম ইউসুফ আল-কারযাভী এ বিষয়ে "ফিকহুল গিনা ওয়াল মাওসিকা ফি দাওয়িল কোরআন ওয়াস সুন্নাহ" শিরোনামে একটি বই লিখেছেন। বইটির বিশেষত্ব হলো, প্রথমে তিনি পক্ষে-বিপক্ষের প্রচলিত সকল মতামত বিশ্লেষণসহ তুলে ধরেছেন। তারপর নিজের মতামত উল্লেখ করেছেন। সেদিক থেকে বইটি বেশ সমৃদ্ধ। এখানে আমরা বইটির ধারাবাহিক অনুবাদ প্রকাশ করছি।