আর্থিক সহযোগিতা

আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে আর্থিক সহযোগিতা করুন

সিএসসিএস বহুত্ববাদী ও সমন্বয়ধর্মী চিন্তাধারা নির্ভর একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠনের কাজে বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। সুদূরপ্রসারী লক্ষ্যে নিবেদিত যে কোনো কাজের মতোই এই ধরনের কর্মতৎপরতায় পর্যাপ্ত বস্তুগত সমর্থন ও সহযোগিতা অত্যাবশ্যক। কয়েকজন নিবেদিতপ্রাণ তরুণ গবেষণাকর্মীর সহযোগিতায় সিএসসিএস’কে আপনাদের কাছে এ পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে। যথেষ্ট আন্তরিকতা থাকা সত্বেও সরকারী বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন শিক্ষকের পক্ষে ব্যক্তিগতভাবে এ ধরনের একটি কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনা করা যে সম্ভব নয়, একজন সমঝদার-বিজ্ঞ ব্যক্তি হিসাবে তা নিশ্চয়ই আপনি অনুধাবন করছেন।

আগামী দিনের সমাজ গঠনমূলক কাজের উপযুক্ত তাত্ত্বিক ভিত্তি গঠনের জন্য নিজস্ব মৌলিক গবেষণার পাশাপাশি গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ, দুর্লভ ও মূল্যবান গ্রন্থের পুনঃপ্রকাশ, প্রাসঙ্গিক বিভিন্ন ডকুমেন্টারির অনুলিখন-অনুবাদ-সাবটাইটেল সংযোজন এবং বিশ্বেব্যাপী নামকরা স্কলারদের ভিডিও বক্তৃতার অনুলিখন-অনুবাদ-সাবটাইটেল সংযোজনের মতো কাজগুলো আমরা করে যাচ্ছি। আমাদের এ সকল কাজ ভিন্ন ধাঁচের হওয়ায় সাধারণ লোকজনকে এ বিষয়ে বুঝানো বেশ দুরূহ ব্যাপার।

তবে আর্থিক সাহায্য নেয়ার ক্ষেত্রে আমাদের গবেষণাধর্মী অধ্যয়নের মান ক্ষুন্ন হতে পারে। এ বিষয়ে আমরা সচেতন।

প্রাথমিকভাবে এবং এ পর্যন্ত সিএসসিএস একটি ব্যক্তিগত উদ্যোগ। এ পর্যন্ত পরিচালকই এর অর্থ যোগানদাতা। আপনারা যদি এই কাজকে সমর্থন করেন, নিজেদের বলে মনে করেন, তাহলে আমাদেরকে সহযোগিতা করুন। আপনার ব্যক্তিগত অবস্থানে থেকেই আপনি আমাদের কাজের সাথে সম্পৃক্ত হতে পারেন। কেন্দ্রের এক একটি খরচের খাতকে আপনারা এক একজন ভাগ করে নিলে আপাতদৃষ্টিতে অসম্ভব এই কাজ অতি সহজে সামাল দেয়া সম্ভব। আপনারা চাইলে কোনো একটি গবেষণা গ্রন্থ প্রণয়ন, অনুবাদ কিংবা প্রকাশের খরচ বহন করতে পারেন। দরকারী কোনো অফিস ইকুইপমেন্ট ক্রয় করে দিতে পারেন। অথবা আপনার পরিচিত কারো কাছ হতে কেন্দ্রের জন্য অর্থ সংগ্রহ করে দিতে পারেন।

উপযোগী জ্ঞান অর্জন, অর্জিত জ্ঞানের গভীর উপলব্ধি ও জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে সহায়ক পরিবেশ সৃষ্টির এই উদ্যোগে একজন সহযোগী হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতাই আমাদের কাম্য।

সিএসসিএস’কে আর্থিক সহায়তা করতে ইচ্ছুক শুভাকাঙ্ক্ষীগণ নিম্নোক্ত একাউন্টগুলোর কোনো একটির সহযোগিতা নিতে পারেন:

১। ব্যাংক একাউন্ট:

Centre for Social & Cultural Studies (CSCS)
Current Deposit Account No.- 0200002037511
Agrani Bank Limited
Chittagong University Branch, Chittagong.

অথবা,

Mohammad Mozammel Hoque
Mudaraba Savings A/C No.- 20501700203440613
Islami Bank Bangladesh Limited
Hathazari Branch, Chittagong.

২। বিকাশ (পার্সোনাল): 01953323030

৩। রকেট (পার্সেনাল): 019533230300