নীতিমালা

সিএসসিএস ব্লগে আপনাকে স্বাগতম!

সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মধারার সাথে মানুষের চিন্তাভাবনার আরো ঘনিষ্ট যোগাযোগ ঘটাতে সিএসসিএস ব্লগ চালু করা হয়েছে। নিম্নোক্ত নীতিমালার আলোকে এই ব্লগ পরিচালিত হবে:

১। নিম্নোক্ত ধরনের লেখা এই ব্লগে অগ্রাধিকার দিয়ে পাবলিশ করা হবে:

ক) সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বা ধর্মীয় বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সমাজে বিদ্যমান ধারণা বা প্র্যাকটিসের পর্যালোচনা, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানমূলক লেখা।

খ) সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র যে ধরনের সামাজিক আন্দোলনের কথা বলে, তার সাথে সামঞ্জস্যশীল নতুন চিন্তা, আইডিয়া বা পর্যালোচনামূলক লেখা।

২. নির্দিষ্ট কোনো সংগঠন বা দলের নিছক নেতিবাচক সমালোচনামূলক লেখা গৃহীত হবে না।

৩. চলমান পরিস্থিতির বর্ণনা/পর্যালোচনামূলক লেখায় আগ্রহীদের জন্য এই প্লাটফরম উপযুক্ত নয়।

৪. বাংলা এবং ইংরেজি—  উভয় ভাষাই গ্রহণযোগ্য। তবে আমরা আশা করবো, বাংলা ভাষাকেই ব্লগারগণ প্রাধান্য দেবেন।

লেখা জমা দিন