আমাদের কথা

সিএসসিএস ব্লগে সবাইকে স্বাগতম।

বাংলা ভাষায় অনেক ব্লগ রয়েছে। অবশ্য বাংলাদেশে ব্লগ বলতে সাধারণত কমিউনিটি ব্লগকেই ধরা হয়। তবে আমরা প্রচলিত কমিউনিটি ব্লগের মতো আরেকটা প্লাটফরম নই।

সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্রের (সিএসসিএস) কর্মতৎপরতার সাথে প্রাসঙ্গিক বিষয়ে লেখালেখিকে এখানে প্রাধান্য দেয়া হবে। আমরা মনে করি, সমাজের মূল সমস্যা হলো যথাযথ জ্ঞান, উপলব্ধি ও দৃষ্টিভঙ্গির অভাব। তাই সমাজের নানা মত ও পথে বিভক্ত বৃহত্তর জনগোষ্ঠীকে ন্যায় ও কল্যাণের ভিত্তিতে দেশ, জাতি ও সভ্যতা নির্মাণের কর্মপ্রচেষ্টায় ঐক্যবদ্ধ করা; স্বাতন্ত্র্য ও বৈচিত্র্যের মাঝে একটি ইতিবাচক ও সমন্বয়ী ধারা তৈরি করা আমাদের লক্ষ্য। অফুরন্ত সম্ভাবনাময় এ জীবন ও জগতকে গড়ে তোলার জন্য মননের এই জায়গায় কাজ করাকে আমরা জরুরি মনে করি।

এই প্লাটফরমে লেখালেখির ক্ষেত্রে একজন ব্লগার এই ব্যাপারগুলো বিবেচনা করবেন বলে আমরা আশা করি।

আমরা চাই কনসেপ্ট বিল্ডআপের এই কাজে একজন আগ্রহী ব্যক্তি হিসেবে আপনি আমাদের সাথে ঘনিষ্টভাবে কাজ করবেন।